Saturday, April 28, 2012

অলস রোদ


বহুদিন মেঘ রোদ আলো ছুঁয়ে উড়ে গেছো পাখি
তোমায় ছুঁয়ে দেবার পর আঙুলেও লেগে থাকে সুখ
সূর্য ওঠাবার দায় শিশিরের নয়
একাদশীর পাশে দুয়ে তিনে চাঁদ ফ্রী-
ছোপ ছোপ জমে আছে হাসি-খুনসুটি
ইচ্ছে মতো কোন একটি দৃশ্যের ভেতর ডুবে ডুবে ঘুম খাই,
ছাইদানি আঁকড়ে ধরি জ্বরের মতন
আর সুষুম্না স্নায়ুতে লালণ বাসা বাধে
আমার পাশের বালিশে দেখো তোমায় বিকেল ভুলছে অকারন
হৃদয়টা তবু নিজের বৃত্তে শুয়েই এখনো শুধু অলস রোদ পোহায়।

No comments: