Saturday, April 28, 2012

শিরোনামহীন ১


শিরোনামহীন ১

নিয়নের নীলে ভরে যাচ্ছে পোকামাকড়ের সংসার
সর্বনামে ডেকে ডেকে অবশিষ্ট ফল্গুজল
ছাদের বিলাসী টবে অচেনা ফুলে আকাশ হয়েছে পরবাসী
জলের হৃদয়ে দেখি মৃত চাঁদ আর আমার অস্থির প্রতিবিম্ব
ত্বকে লেগে আছে পালকের দাগ
টিভির এন্টেনায় একা একা দোল খায় ভোকাট্টা ঘুড়ি
তুলির নরম পোচে বেহিসেবী যত রঙ সুখ
অস্হির গাড়িগুলো হাইওয়ে ধরে রাতদিন ছুটে চলেছে তীব্র গতিতে
তোমার স্তনে উল্লাস সাজাও খানিক
হাওয়াগন্ধে ঘুম এলে পতনের শব্দে জাগি
বাকিটা পড়ে থাক বিছানার মৌনী চাদরে
অনায়াস আশ্রয় পেলে বৃষ্টি শেষে আকাশ ভালোবাসা খোঁজে
আমাকে শূন্য করে রেখেছে আকাশ
আমিও শূন্যতা এঁকে রাখি তীব্র বিলাসে।।

No comments: