Tuesday, September 28, 2010

না-বালিকা জানে

একটি পাগল ঘুরতেছিল তারই চারপাশে
এ-পথ দিয়ে ও-পথ দিয়ে লালপেড়ে ভৈরবী
কখন সে যে আসে, সম্মোহনীয় আগুনখেলা
ব্যাপ্ত চরাচরে অনেকখানি পোড়ায়

ভালোবাসা ফুরিয়ে গেলে জীবন যে তার
ব্যাঙে টানা রেলগাড়ী,
সবটা নয়, বালক এখন কিছু বুঝতে পারে,
সেই মেয়ে আজ নিজের অন্ধকারে
গভীরগোপন ক্ষত
কবিতা দিয়ে জোড়ায়