Sunday, October 3, 2010

ধানসিঁড়ি পথ

আলোকলতার ধানসিঁড়ি পথ মঞ্জু শাওন মঞ্জুরী
গুঞ্জা গুঞ্জা ফুলম্‌ তেলে আয় বুড়ি তোর মন ধরি;

মন যা, মন যা, যা উড়ে যা, মেঘ পেখমের রং বেরং-
মনকিশোরী তন্‌কিশোরী মন ঠিকানা জবর জং,

রাখ্‌ রাখালি পাখ্‌ পাখালি উড়ুৎ ফুরুৎ কন্ঠিহার,
মন দিয়ে ছুঁই, চোখ দিয়ে ছুঁই, জল কাঙালী ঘন্টিদার;

মন ঠিকানা আর ঢাকে না, এবার বুড়ি দুচোখ তোল
জলের বাজনা জল বাজাচ্ছে ভেতর পানে গন্ডোগোল।