Tuesday, August 12, 2008

আপাত পানাহার

আপাত পানাহার / শুভেন্দু দেবনাথ


কাব্যিক গ্লো সময় বইছে তারিখের বোতল।
এই তো মায়া হনন ঢালছি টেবিলে টেবিলে।
ওপচানো কোলাহল ভেঙে
প্রবেশে ডারলিং এসো আবেশ ফোরামে।
এসো আর ভোরালির জারিজুরি মাখো
বিলাস কাঁথায়।
শুরুর বিষাদ আর উরুর শোকে অলি অলি
গলিপথ ঘুরে
ঘরেলু শিকল নয় শেরোয়ান লাগছে পরোয়ানার
পরতে পরতে।
ছিপি খুলে অস্ফুট চাঁদ ভাঙলো কোন পরবর্তী
পয়গম্বর
ঢাকা প্লেটে এক আধটা জরিবুটি হয়তো বা তখনো......


                                                    ১৮.০৬.২০১৪

Monday, May 12, 2008

তুমি


এক পৃথিবীতে শীত নামে শীতের সময়ে
মাঝখানে কেউ কেউ ধারণ করে অপার্থিব ওম

পৃথিবীকে বাঁচিয়ে রাখে তোমার হাসি
ভাষাজ্ঞানে আর থমকানো দৃষ্টি
এখানে প্রতিদিন ভোর নামে ভোরের নিয়মে
দৃষ্টির ছোঁয়ায় দিয়ে যায় কতশত
নিথর প্রাণের আবেশ

তোমার আড় চোখের ভাষা পড়তে জানি
তবে মাঝপথের বাধটা সামনে আসেই
তাই আর একটা দিন একলা-একলা স্নানঘরে কাটিয়ে দিই,
এই দুপুর গতকালও ছিল এমনই
কালকের যে সময় একান্ত ছিল সেখানেও তোমার উপস্থিতি
শুধু ভাষাজ্ঞানের বোবারূপ
কে যে কবে দিয়েছিল মুখে কলুপ!

তুমি তো গতকালও ছিলে তোমার মতো
সবমঞ্চে কী দারুণ অভিনয়
পায়ে যদি নূপুর বাঁধো শব্দ হবেই
নামমাত্র ঢঙে নিজেকে আগলাবো

বাসিফুল ভেবে নয়
শুনেছি একটা প্রেম হবে আধুনিক-হয়তো উত্তর আধুনিকও
আঁজলা ভরে বসে আছি তোমার জন্যে
তুমি যদি ফিরে যাও তোমার সময়ে
আমাআমি থেকে আমাকে ছাড়াবে
পৃথিবীর সমানবয়সী প্রেমপত্র অনর্গল ধ্বনিত হবে
তুন কন্ঠে;তুন রূপে

Wednesday, January 16, 2008