Thursday, July 1, 2010

প্রলাপ

যারা আমাকে নষ্ট রাতের মতো ঘেন্না করে
যারা আমাকে বিপরযয়ের মতো শত্রু ভাবে
যারা আমাকে নিক্ষেপিত সিগারেটের মতো ব্যবহার করে
যারা আমাকে সাইক্রিয়াটিষ্ট পেশেন্টের মতো ভালোবাসে
যারা আমাকে নিন্মচাপের মতো গালি দেয়
তারা সুখী হোক


অমোঘ বৃষ্টিতে ভিজে যাক তাদের অভিশাপ

বর্ষাই বৃক্ষের আয়ু বাড়ায়
অভিশাপের আয়ু বাড়াতে বাড়াতে
কলুষিত কঙ্কাল বেরোয় এক সময়...

আমার কঙ্কাল-শরীর ধরে রেখেছে
ওদের এক একটি কষ্ট পাওয়ার প্রতিক্রিয়া

গড ব্লেসড্ দেম ।।

.......................................


এ জন্ম তো পরাজয়, ষোলআনা চৈতালি বিকেল।
যেখানে যেটুকু চাই, একটু পাই বেশিটুকু ফেল্।
ফেল্ করলে দাদাবাবু দার্শনিক হতে ভাল লাগে।

আমি তো দেখেছি কিছু ফার্স্ট-সেকেন্ড ইস্কুলবয়
সহজে ছাড়ে না ওরা, ওরা খুব ছোট মনের হয়
তার থেকে আমাদেরকে ছাগল বলো দাদাবাবু, ভালো—

গাধারা আকাশ দেখে, ছাগলের খয়েরি চোখদুটি
আমাকে যে বলেছিল ``ছুটি চাই ছুটি চাই ছুটি’!
`অলস মহিষ হলো দার্শনিক’, বলেছিলে তুমি,
`শুধু শুধু চিন্তা তার দোষ’

হাসাহাসি হয়েছিল, বলেছিলে `মোষ হ`বি, মোষ?’

................................................



থিয়োডোর অডোর্নো বলেন—
অশ্চউইজের পরে
কবিতা লেখার কথা
কবিরা কখনো যেন
আর না ভাবেন।

দোহাই সম্পাদক
এরপর থেকে
আমলাশোলের ছবি
জলঙ্গীর ছবি
যেন অনুগ্রহ করে
বিনোদন সংখ্যায় ছাপেন।