Saturday, April 28, 2012

বোহেমিয়ান এবং দুঃখবিলাস




বেষ্টি নীলের দখলে জেগে থাকা দুঃখগুলো থোকা থোকা আঙুরফল
আদিম নক্ষত্র থেকে এভাবেই কমে যাবে আবাদযোগ্য জমির পরিমাণ
অষ্টাদশী চাঁদের বিপণন সম্পন্ন হলে
শিশিরের আবেশে প্রতিফলনের ছবি আঁকি
পাঁজর চিনতে পারে তাকাবার বিমুগ্ধ ভঙ্গিমা
   মনখারাপের কিছু লাইন ওদের কবিতা হতে দিও
ছোট্ট নুড়ির গায়ে জলতিরতির ছোঁয়া ভালোবাসা নাম
স্তনের উপত্যকায় জিরাফের পায়ের ছাপ আর
   আদরের নিঃশব্দতায় চির পত্রভোজি দীঘলগ্রীবা
অভিমানে নয় কেউ কেউ ঘর ভাঙে বেখেয়ালী শখে।।

No comments: