Monday, January 11, 2010

একটি নারী সম্বন্ধীয় কবিতা

বয়সে বালক ছিলাম, রমণীর লাস্যময়ী হাসি
প্রথমে লাজের ঘোর, তারপর ঘোরলাগা রাত
ফিস ফিস বাতাসেও, উড়ু মন উদাস উদাস

বালক যুবক হলে

বাতাসেও বুঝে যায় বুঝি?

বালিকার বুক থেকে খসে পড়ে দেয়াল কপাট


বয়সে বালক ছিলাম নেই তার কোনোই গড়িমা

যুবতীর বুকে খুজি-
আমাকে নির্মাণ কেন, কিসের মহিমা?

Sunday, January 10, 2010

প্রণয়

চাদের আলোয় বারান্দাতে একটি বাগান তৈরী হলো
আকাশ থেকে পড়ল খসে স্বপ্ন এবং রাত্রি নেশা

হাতে হাতে চোখে চোখে

তুমি আমি আমরা হলাম

আমরা দুজন আমরা হলাম

নতুন বাগান তৈরী হবে...

Monday, January 4, 2010

খড়াকাল

ভালোবাসা লেখা হয় কবিতায় কবিতায়
পাখির ঠোঁটের সুর তুলে আনা
ফিদার ছবিতে
মাধুরীরর কোমর ও নাভিতে
ভালোবাসা খুঁজে পাওয়া
চৌরাশিয়ার বাঁশি, আহা ভালোবাসি

ভালোবাসা ছড়ানো ছিটানো কত না

চিঠিতে, গল্পে পাতায় পাতায়
লেখা হয়
রমনায়
চন্দ্রিমা উদ্যানে
গাছের বাকল তুলে
নখের আঁচরে

ভালোবাসা চারিদিকে ছড়ানো ছিটানো

আকাশে বাতাসে দেহে চোখের পাতায়

একবার যদি কেউ কুড়িয়ে কুড়িয়ে

এ অমল ভালোবাসা হৃদয়ে করত জমা
আহা! কত সুখ হতো।